ফুটবল রঙ্গ।
লিখেছেন লিখেছেন আমীর আজম ১০ জুন, ২০১৪, ০১:১১:০১ রাত
ফুটবল নিয়ে অনেক গল্প প্রচলিত আছে।
✘একবার এক ছোট্ট ছেলে মাঠে গেছে ফুটবল খেলা দেখতে। সাথে তার বাবা। খেলার মাঝখানে হঠাৎ ছেলে জিজ্ঞেস করল :
- বাবা, সবাই বলটার পিছনে ছুটছে আর লাথি দিচ্ছে কেন.?
- বলটা গোল করার চেষ্টা করছে।
- বলটা তো গোলই আছে। আর কত গোল করবে।
বাবা ভেবে পায় না কিভাবে তার ছেলেকে বুঝায় এটা বাংলার গোল না। এটা হইল ইংরেজীর গোল।
✘ খেলাধূলায় বিশেষ -অজ্ঞ এক জনপ্রতিনিধি গেছেন উদ্ভোধনী খেলা দেখতে। অনেকক্ষণ বিরস বদনে খেলা দেখলেন। খেলা শেষে ভাষন দিলেন এভাবে :
- ভাইসব, আপনাদের এত কষ্ট করে একটা ফুটবলের পিছনে ছোটা খুব কষ্ট পেলাম। আমি যদি এবার নির্বাচিত হই, তাহলে কথা দিচ্ছি আপনাদের আর এই কষ্ট থাকবে না। বাইশটা খেলোয়াড়ের জন্য বাইশটা বলের ব্যাবস্থা করব। এরপরও যদি কেউ গোলকিপার থেকে গোল দিতে বাঁধা দেয় তাহলে তাকে গুলি করে মারব। আপনারা মনের খুশিমতো গোল করতেই থাকবেন আর করতেই থাকবেন।
জনগন বলে এই ব্যাটায় কয় কি !!!???
এসব অনেক পুরনো গল্প। তবে সবচেয়ে ভয়াবহ গল্পটা শুনলাম কাল।
✘ একজনকে জিজ্ঞেস করলাম :
- ভাই কোন দলের সাপোর্টার.?
- আরে ধুর, রাখেন আপনার সাপোর্টার। ফুটবল একটা খেলা হইল। হুদাই সময় অপচয়।
- কি আর এমন অপচয়.! মাত্র নব্বই মিনিটের খেলা।
- আরে এটাই তো সমস্যা। একটু জুত করে বসতে না বসতেই খেলা শেষ। এইটা কিছু হইল। টানা পাঁচ ছয় ঘন্টা যদি দেখতেই না পাইলাম তাইলে আর কিসের মজা।
টাসকি খেয়ে গেলুম। এই না হইলো বাঙালি।
বিষয়: বিবিধ
১১৬১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"ফুটবল একটা খেলা হইল। হুদাই সময় অপচয়।"
"টানা পাঁচ ছয় ঘন্টা যদি দেখতেই না পাইলাম তাইলে আর কিসের মজা।"
মজাও পাইলাম, টাস্কিও খাইলাম। অনেক অনেক ধন্যবাদ।
0 ভাইজান মনে হয় ক্রিকেট বিদ্বেষী ।
মন্তব্য করতে লগইন করুন